সোমবার (১৫ জানুয়ারি) রাতে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য তাসকিনা বেগমের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ফাতিমা অভিযান চালিয়ে এ ভেজাল সার জব্দ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল বলেন, ওই ভেজাল সারের বস্তাগুলো একটি ট্রাক্টরে করে হরিণচড়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য তাসকিনা বেগমের স্বামী ওবায়দুর রহমান বিক্রির জন্য নিজের বাড়িতে নিয়ে আসছিলেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে ভেজাল সারের ব্যবসা করে কৃষকদের প্রতারণা করছে।
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
আরএ