জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর সোয়া ১২টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠেয় রাইসিনা ডায়ালগের তৃতীয় আসরে অংশ নেবেন।
এর আগেও ২০১৭ সালে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ সফরে এএইচ মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক হবে। বৈঠকে চলমান রোহিঙ্গা ইস্যু ছাড়াও আলোচনায় স্থান পাবে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়াদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে বলে জানিয়েছে সূত্র।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেশটির প্রথম সারির স্ট্র্যাটেজিক থিঙ্কট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত রাইসিনা ডায়ালগ একটি আন্তর্জাতিক সংলাপের প্রক্রিয়া। এর প্রথম আসর বসে দিল্লিতে, ২০১৬ সালে।
সংশ্লিষ্টরা বলছেন, এশিয়া মহাদেশের দেশগুলোর নিজেদের মধ্যে অধিকতর সমন্বয় গড়ে তুলতে এবং বাকি বিশ্বের সঙ্গে এশিয়ার সমন্বয় আরও জোরালো করতেই রাইসিনা ডায়ালগের আয়োজন।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
কেজেড/এমএ