মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে জব্দ করা জাল আমতলী উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আমতলীর পায়রা নদীর বেঠাকাটা ও গুলিশাখালী এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা রবিন্দ্র নাথ মণ্ডল বাংলানিউজকে বলেন, পায়রা নদীতে অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৪টি বেন্দি ও ৫ হাজার মিটার চড় গড়া জাল এবং ১০ কেজি জাটকা জব্দ করা হয়। এসবের মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা হবে। পরে জব্দ করা জাল আমতলী উপজেলা পরিষদের সামনে এনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিম খানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
টিএ