ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাছ কেটে যশোর রোড সম্প্রসারণের পক্ষে পরিকল্পনা মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
গাছ কেটে যশোর রোড সম্প্রসারণের পক্ষে পরিকল্পনা মন্ত্রী যশোর রোড ও মুস্তফা কামাল

ঢাকা: যশোর রোডের শতবর্ষী গাছ রক্ষার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ভিন্নমত পোষণ করে রাস্তার সম্প্রসারণে গাছ কাটার পক্ষে নিজের মত প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, গাছ কেটে যশোর রোড সম্প্রসারণ করা হবে, তা না হলে এত জমি পাবো কোথায়? গাছ রাখলে কৃষকের ফসলের জমি নষ্ট হবে। সড়ক সম্প্রসারণের পর আবারও গাছ লাগানো যাবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, গাছ রেখে কৃষকের জমি নিয়ে লাভ নেই। গাছ নেই এমন কোনো সড়ক দেশে পাওয়া যাবে না। আমরা সড়কটি সম্প্রসারণ করেই গাছ লাগাতে পারবো। ফসলের জমি নষ্ট করে ভাত খাবো কীভাবে? আবেগ দিয়ে কিছু হয় না, গাছও চিরজীবন বেঁচে থাকে না। এটাও একদিন বিদায় নেবে।  

গাছ ভালোবাসে না এমন কাউকে পাওয়া যাবে না। সড়কটি সম্প্রসারণ করেই আরও বেশি বেশি গাছ লাগানো হবে বলেও আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী।

যশোর-বেনাপোল মহাসড়ক পাঁচ মিটার সম্প্রসারণ করতে কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে ইতিহাসের সাক্ষী ও পরিবেশ রক্ষার কবজ শতবর্ষী ২ হাজার ৩শ’ গাছ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।