ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার  অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে পুলিশ।

 

গ্রেফতার ডাকাতরা হলেন- নগরীর শাসনগাছা এলাকার আশিক (৩০), আরিফ (২৭), ইলিয়াছ (৩৫), মুরাদনগর উপজেলার সালাহ উদ্দিন টিপু (২২) ও ফেনী জেলার ছাগলনাইয়ার আলী নূর ওরফে সুজন (২৫)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বাংলানিউজকে জানান, একদল সশস্ত্র ডাকাত নগরীর শাসনগাছা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১টি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ৩টি ছুরিসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার ডাকাত সদস্যরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।