ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরুষদের টেক্কা দিয়ে ঘোড়দৌড়ে সাবিনার জয়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
পুরুষদের টেক্কা দিয়ে ঘোড়দৌড়ে সাবিনার জয়! ঘোড়দৌড়ে সাবিনার জয়

চাঁপাইনবাবগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চারবছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। এতে পুরুষদের টেক্কা দিয়ে সাবিনা ইয়াসমিন নামে একমাত্র নারী অংশগ্রহণকারী জয়ী হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রহনপুর পৌর এলাকার বহিপাড়াপাঠে ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমজাদ আলীর সভাপতিত্বে এতে প্রধান   অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দিন মণ্ডল।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিয়াউর রহমান, রহনপুর পৌর মেয়র তারিক আহম্মদ, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ।

ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড়ে ৩০ জন প্রতিযোগীর মধ্যে একমাত্র নারী অংশগ্রহণকারী হিসেবে নওগাঁর ধামরহাট উপজেলার সাবিনা ইয়াসমিন প্রথমস্থান অধিকার করে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।