মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ দণ্ডাদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিলকু হাওলাদার রাজাপুরের উত্তর তাঁরাবুনিয়া গ্রামের বাসিন্দা ও চিহ্নিত ডাকাত সরদার।
পাশাপাশি তাঁরাবুনিয়া গ্রামের তোকন হাওলাদার, নৈকাঠি গ্রামের সাগর হাওলাদার ও উত্তর লেবুবুনিয়া গ্রামের মো. সোলেমানকে তিনটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এরা সবাই বিলকু হাওলাদারের সহযোগী।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মো. সোলেমান উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি রাতে বিলকু হাওলাদারের নেতৃত্বে একদল ডাকাত গ্রাম পুলিশ মনোতোষ চন্দ্র হাওলাদারের ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মনোতোষ চন্দ্রের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে মনোতোষ বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করলে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হালিম ২০১১ সালে ৩১ জুলাই তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল এবং আসামিপক্ষে আইনজীবী নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এমএস/আরআর