মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পৃথকভাবে বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর ও লালপুর উপজেলার ফুলবাড়ি ও ওয়ালিয়া গ্রামে চারটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি বিশেষ টিম।
এসময় এসব কারখানা থেকে ১ হাজার ১৫০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের মকছেদ আলীর ছেলে জয়নালকে (৩২) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। অপরদিকে লালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের নাজনীন খাতুনকে (২৫) ৪০ হাজার ও ইনছার আলীকে (৪৫) ৩০ হাজার টাকা এবং ওয়ালিয়া গ্রামের মকবুল হোসেনকে (৪২) ৪০ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তারা ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তাদের কারখানায় ভেজাল গুড়সহ বিভিন্ন কেমি্ক্যাল, হাইড্রোজ এবং ভেজাল গুড় তৈরির উপকরণ পাওয়া যায়। পরে জব্দ করা ভেজাল গুড়সহ উপকরণ ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরআর