ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
বরগুনায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

বরগুনা: বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামে যৌতুক না দেওয়ায় ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে আহত গৃহবধূ বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছয়জনকে আসামি করে মামলা করেছেন।

আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন-গাজী মাহমুদ গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে মো. ইদ্রিস, মোসা. রুবিনা, কাওসার, রিপন, হায়দার ও সেন্টু।

মামলার বাদী নির্যাতিত গৃহবধূ বাংলানিউজকে জানান, আসামি ইদ্রিসের সঙ্গে ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ইদ্রিস পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য ওই গৃহবধূকে চাপ দেন। গৃহবধূ যৌতুক দিতে অস্বীকার করলে তাকে আসামিরা শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতেন।  

গত শনিবার (১৩ জানুয়ারি) সকালে গৃহবধূ যৌতুক দিকে অস্বীকার করায় তাকে আসামি ইদ্রিস ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন। এসময় অন্য আসামিরাও তাকে নির্যাতন করেন। ওই গৃহবধূ বলেন, আসামিদের নির্যাতনে আমি তিনদিন পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মামলা করেছি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।