ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
না'গঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২ নিহতদের মরদেহ থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১৭ জানুয়ারি) ভোরে বন্দরের ধামগড় ইউনিয়নের বালিগাও এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ভোরের দিকে স্থানীয় নুরুল আলমের বাড়ির আশপাশে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

স্থানীয়রা তাদের ডাকাত সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে। পরে ময়না-তদন্তের জন্য মরদেহগুলো নারায়ণগঞ্জ মডেল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।