মঙ্গলবার (১৬ জনুয়ারি) দিবাগত গভীর রাতে মৃত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত আব্দুল হাকিম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে হঠাৎ করে আব্দুল হাকিম বমি করতে শুরু করেন। তাৎক্ষণিক কারা কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী রাত দেড়টার দিকে আব্দুল হাকিমকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ।
এ বিষয়ে জেল সুপার শওকত হোসেন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে আসামি আব্দুল হাকিম হঠাৎ প্রচণ্ড বমি করতে থাকেন। বিষয়টি আমাকে জানালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেই। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল হাকিম মারামারি মামলায় কারাগারে ছিলেন বলেও জানান তিনি।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব চৌধুরী বাংলানিউজকে জানান, আসামি আব্দুল হাকিমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
জিপি