আটক মাদক বিক্রেতারা হলেন- জয়নাল আবেদীন (২৪), সজীব হোসেন (২৫) ও আবদুর রহিম (২২)।
বুধবার (১৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফিরোজ কাউছার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট ও হাসপাতালের মূল গেইটের সামনে র্যাবের সদস্যরা চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযান চালাকালে একটি ট্রাক ওই হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা থামার জন্য সংকেত দেয়। এ সময় ট্রাকটি ফেলে রেখে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
এরপর তল্লাশি করে ট্রাকটির চালকের আসনের পেছনে থাকা টুলবক্সে বিশেষ কায়দায় রাখা ১ হাজার ৪শ ২৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটক মাদক বিক্রেতারা দীর্ঘদিন ধরে যশোরের সীমান্ত এলাকা হতে ফেনসিডিল এনে ঢাকায় বেশি দামে বিক্রয় করতো বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
পিএম/জিপি