এসময় হরিজন পরিবারের মধ্যে এক হাজার ও বড়ইচারায় এক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে মন্ত্রী বলেন, শীতার্ত ও বস্ত্রহীন মানুষের জন্য বস্ত্র, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলাসহ প্রত্যেকের জন্য শিক্ষা, চিকিৎসা এবং প্রতিটি গৃহহীনের জন্য বাসস্থান নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, প্রত্যেক ওয়ার্ডে, ওয়ার্ডে, মহল্লায় মহল্লায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বৃদ্ধ, প্রতিবন্ধী, এতিম, বিধবা, ও হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, ঈশ্বরদী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক জুলমত হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
আরএ