ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় অবসরপ্রাপ্ত ৬৩ শিক্ষক-কর্মচারীকে চেক হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
মাগুরায় অবসরপ্রাপ্ত ৬৩ শিক্ষক-কর্মচারীকে চেক হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় অবসরপ্রাপ্ত ৬৩ শিক্ষক-কর্মচারীকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) মাগুরা জেলা শিক্ষক সমিতির উদ্যোগে শহরের ভায়না মোড়স্থ কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সামছুদ্দিন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরনান্দুয়ালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস।

সভায় বক্তব্য রাখেন- আব্দুর রাজ্জাক, শ্যামল কুমার বিশ্বাস, নূরুল ইসলাম, রনদাপ্রশাদ, প্রকাশ চন্দ্র সাহা, রজব আলী, আশ্ররাফুল ইসলাম, বিরাট কুমার মণ্ডল, রিজিয়া খাতুন, প্রাণ বল্লব কুণ্ডু, লিটন কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে ৬৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে ৫ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।