ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলাপুর স্টেশনে শীতবস্ত্র বিতরণ করলো রে‌ডিও ক্যা‌পিটাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
কমলাপুর স্টেশনে শীতবস্ত্র বিতরণ করলো রে‌ডিও ক্যা‌পিটাল ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র বিতরণ করে রেডিও ক্যাপিটাল। ছবি: সুমন শেখ/ বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) রে‌ডিও ক্যাপিটাল। 

সোমবার (২৯ জানুয়া‌রি) দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।  

শীতবস্ত্র বিতরণ আয়োজনে অতিথি ছিলেন রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব, ক্লেমন-এর ব্র্যান্ড ম্যা‌নেজার আ‌জিজ আহ‌মেদ এবং রেডিও ক্যাপিটালের জনপ্রিয় শো ‘ভালবাসা উইথ গুরু এহতেশাম’ এর এহতেশাম।

 

এ সময় রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব বলেন, দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সবাইকে আর্তমানবতার সেবায় কাজ করার জন্য নির্দেশনা ও কর্ম পরিকল্পনা করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় রেডিও ক্যাপিটাল শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ বিতরণ করছে।  

এ সময় ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ইয়া‌সিন ফারুক ও শাহজাহানপুর থানার ও‌সি ‌মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।  

দেশের জনপ্রিয় এফএম রেডিও ক্যাপিটাল ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৪.৮ মেগাহার্জে অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। প্রচারিত অনুষ্ঠানমালা এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।  

প্রচারের দ্বিতীয় বছরে পা রাখা রেডিও ক্যাপিটাল ‘গান অ্যান্ড ফান’ দিয়ে শ্রোতাদের মন জয় করে চলেছে। সামাজিক দায়বদ্ধতায় কাজ করছে আর্তমানবতার সেবায়ও।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।