তিনি বলেন, মানবপাচার প্রতিরোধে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে। এসব কমিটিকে ঠুঁটো জগন্নাথ হলে চলবে না।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে পাচার প্রতিরোধ কমিটি কার্যকরীকরণ শীর্ষক পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি।
স্থানীয় নারী মৈত্রীর আয়োজনে, ইউএসইডের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত এ পরামর্শ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরিফ আহম্মেদ খান।
এ সময় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানবপাচার প্রতিরোধ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এমএএএম/এমজেএফ