প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্বে করেন।
দক্ষতা উন্নয়নের জন্য জড়িত ২২টি মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বয় করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি সংস্থা করার প্রস্তাবিত করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ফের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এমআইএইচ/জেডএস