সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সালাউদ্দিন ভূঁইয়া সোনারগাঁও উপজেলার কান্দাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর রাকিব বাংলানিউজকে জানান, প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী বাড়ির এক তরুণীকে ধর্ষণ করে সালাউদ্দিন। এতে ওই তরুণীর একটি মেয়ে সন্তান জন্ম নেয়। এরপর বিয়ের জন্য একাধিকবার তাগিদ দিলেও সালাউদ্দিন তাকে বিয়ে করেনি।
এ ঘটনায় মামলা দায়েরের পর সালাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করেন।
দুপুরে আদালতে মামলার শুনানি শেষে আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক আমজাদ হোসেন।
এছাড়া ধর্ষণে জন্ম নেওয়া ওই শিশু তার মায়ের নামে সঙ্গে বাবা হিসেবে সালাউদ্দিন ভূইয়ার পরিচয়ে পরিচিত হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তাছাড়া ওই শিশুর বিয়ে দেওয়া পর্যন্ত রাষ্ট্র তার ভরণ-পোষণ করবে। ব্যয়িত অর্থ ধর্ষণকারীর সম্পদ থেকে রাষ্ট্র আদায় করবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসআরএস