সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মিডিয়া সেন্টারে ‘জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জঙ্গিবাদবিরোধী বিজ্ঞাপনের উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পাশাপাশি র্যাব মানুষের আস্থার জায়গাটি অর্জন করেছে।
তিনি বলেন, আমি দেখেছি, এই ঢাকায় প্রায় ৫ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা বলছে ‘আমরা লেখাপড়া করতে চাই, সন্ত্রাস চাই না’।
এখনকার পুলিশ আর ১০ বছর আগের পুলিশের মধ্যে অনেক তফাৎ রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের পুলিশ অনেক দক্ষতার সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালন করছে। জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা সর্বাত্মকভাবে এটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি।
অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, র্যাব জঙ্গিবাদকে নির্মূল করতে কাজ করছে। শুধু আইন ও শাসন দিয়ে জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক প্রচারণা। এর বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা দেশের সবখানে বিতরণ করেছি। ব্যাপক প্রচারণার ইউনিক ফলাফল হিসেবে র্যাবের কাছে ৮ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। গুলশান হলি আর্টিজানে হামলার পর থেকে এ পর্যন্ত ৩৮৪ জন জঙ্গিকে গ্রেফতার করেছি।
বেনজীর আহমেদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারণা ও নতুন করে যাতে কেউ জঙ্গিবাদের না জড়ায়, সেজন্য ৬০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন তৈরি করেছি। যা সব গণমাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও ইউটিউবে আমরা দুই মিনিটের একটি ভিডিও প্রচার করবো, যেন সবাই বিষয়টি ইন্টারনেটের মাধ্যমেও দেখতে পারে।
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের অন্যতম লক্ষ্য হলো দেশকে জঙ্গিবাদ মুক্ত করা। শুধুমাত্র অপারেশন করে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। যারা জঙ্গিবাদে যুক্ত হতে যাচ্ছে, তাদের ফিরিয়ে আনতে হবে। এজন্য জনমত সৃষ্টি করতে হবে। আর যারা ইতিমধ্যে জঙ্গিবাদে যুক্ত হয়ে গেছে তাদের কিভাবে স্বাভাবিক জীবনে ফেরানো যায়, সে বিষয়ে আমাদের পদক্ষেপ রয়েছে।
তিনি বলেন, জঙ্গিবাদবিরোধী অভিযানে র্যাব-পুলিশের অনেক সদস্য মারা গেছেন। তবুও আমরা দমে যাইনি। জঙ্গিবাদবিরোধী কার্যক্রম পরিচালনা এগিয়ে নিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসজেএ/জিপি