সোমবার (২৯ জানুয়ারি) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
মন্ত্রী বলেন, ভূ-গর্ভস্থ পানি নিয়ে বিপদের মধ্যেই আছি।
আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য কবি কাজী রোজীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাতিরঝিলে দিন দিন দর্শনার্থীর সংখ্যা বেড়েই চলেছে। তাই ওই এলাকায় আরও কিছু সংখ্যক পাবলিক টয়লেট করা হবে, বিশেষ করে নারীদের জন্য।
সাবিনা আক্তার তুহিনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনে ছোট ছোট টেন্ডার গ্রহণযোগ্য প্রস্তাব। ২০, ২৫, ৫০ কোটি টাকার প্রজেক্ট গ্রহণযোগ্য নয়। ছোট ছোট প্রকল্প নিয়ে ঠিকাদারদের সক্ষমতা যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আগামীতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ছোট ছোট প্রকল্পে কাজ করার ব্যাপারে করপোরেশনকে নির্দেশ দেবো।
দুই সিটিতে ২৩০ কোটি টাকার হোল্ডিং ট্যাক্স বকেয়া
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসএম/এএ