সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এর আগে সকালে পৌর সদরের থানা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া খাতুন কিশোরগঞ্জ সদরের শোলমারা এলাকার দুলাল মিয়ার স্ত্রী। তিনি পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তার স্বামী দুলাল মিয়া একই অফিসের অফিস সহায়ক।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ বাংলানিউজকে জানান, সকালে পৌরসদরের থানা সংলগ্ন সড়কে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস সুফিয়া খাতুনকে চাপা দেয়। এতে তার দুই পা বাসের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে এর চালককে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এনটি