সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মুন্নী উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মচারী আমিনুর রশীদ বকুলের স্ত্রী।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় আমিনুর রশীদ বকুলের বাড়িতে আব্দুল্লাহ শুভ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও তার শ্যালিকাকে আঘাত করেন। এসময় তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে শুভ পালিয়ে যান। আহত দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বড় বোন মুন্নীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক আব্দুল্লাহ শুভকে অাটক করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এনটি