সোমবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে জেলা শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
কৌশিক রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার কমল কৃষ্ণ দত্তের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কৌশিকের বন্ধু হেমায়েত উদ্দিন হিমু বাংলানিউজকে বলেন, দুপুরে আমি ও কৌশিক পান্না চত্বর এলাকায় একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য ঢুকছিলাম। এ সময় রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার পিয়াল, শাকিল, লিমন, তমাল, রবিন ও রেল কলোনি এলাকার তারেক কৌশিকের ওপর আতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কৌশককে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কৌশিকের চাচাতো ভাই শিমুল কৃষ্ণ দত্ত বাংলানিউজকে বলেন, কৌশিক এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে কি কারণে তাকে এভাবে কোপানো হয়েছে তা আমরা বুঝতে পারছি না। কৌশিক সুস্থ হলে তার কাছ থেকে জানতে পারবো।
মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) সকালে এ ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, কৌশিকের পরিবার তাকে নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকায় এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে তার পরিবার মৌখিকভাবে অভিযোগ করেছেন। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে ।
বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এএটি