ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর উদ্বোধনী তালিকায় থাকছে ৩৫টি প্রকল্প

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
প্রধানমন্ত্রীর উদ্বোধনী তালিকায় থাকছে ৩৫টি প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট: সিলেটে উন্নয়ন ও ভিত্তিপ্রস্তর প্রকল্পের উদ্বোধনী তালিকায় থাকছে ৩৫টি প্রকল্প। ৬শ ৬২ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ের এসব প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট সফরকালে নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভা মঞ্চের পাশে এসব প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, একযোগে ১৬টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ১৯টি প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী।



১৬টি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যয় মোট ১শ’৩৬ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা এবং ৫শ’ ২৬ কোটি ৫ লাখ ৮৪ হাজার টাকার ১৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

উন্নয়ন কাজের উদ্বোধন প্রকল্পের মধ্যে রয়েছে- ১৮ কোটি ৭৭ লাখে হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার উন্নয়ন, মহিলা এবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্যবর্ধন, মাজারের যাতায়াতের প্রধান রাস্তা দু'কিলোমিটার প্রশস্তকরণ ও উন্নয়ন।

৫ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণ, ৪ কোটি ৪৩ লাখ ৯ হাজার টাকায় পিরিজপুরে সার পরীক্ষাগার ও গবেষণাগার ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা অফিস নির্মাণে ব্যয় ৪ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার টাকা, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ৩ কোটি ৫ লাখ  ৬৮ হাজার টাকায়, ১ কোটি ৭০ লাখ টাকায় জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২৫ কোটি টাকা ব্যয়ে সিলেট সিটি করপোরেশনের ১২তলা ভিত বিশিষ্ট পাঁচতলা ভবন।

নগরীর বাবুছড়ার আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণকাজে ১৪ কোটি ৯৬ লাখ টাকা, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ ৮ কোটি, সিলেট- সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন ১০ কোটি ৮০ লাখ টাকা, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ- সিলেট সড়ক, রশিদপুর-বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাজ ১০ কোটি ৪ লাখ, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন ১০ কোটি ৮০ লাখ টাকা, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক এবং রশিদপুর-বিশ্বনাথ-লামাকাজি সড়কের ওভারলে কাজ ১০ কোটি ৪ লাখ টাকা, সিলেট- গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়কে এবং দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়কে মজবুতকরণসহ ওভারলে কাজ ১৩ কোটি ৪৫ লাখ,ঢাকা (কাঁচপুর)- ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (সিলেট- শেরপুর অংশ) মজবুতকরণসহ এর কাজ ১১ কোটি ৬৪ লাখ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ ৮৫ লাখ ৩ হাজার টাকা, দক্ষিণ সুরমার উপজেলার কামালবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে ৯৭ লাখ ৯ হাজার টাকা এবং সিলেট নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ৩০ কোটি ২ লাখ ৭৩ হাজার টাকা।

এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপনে মধ্যে রয়েছে- হজরত শাহজালাল (রহ.) মাজারের মহিলা এবাদতখানার ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম ১৮ কোটি টাকা, শাবিপ্রবিতে বেগম ফজিলতুন্নেছা হল নির্মাণ ২৬ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকা, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন ও হলরুম ৪ কোটি ৭৮ লাখ ৮১ হাজার, এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল ভবন নির্মাণ  ১৬ কোটি, ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ ১৭ কোটি ও  ১টি নার্সিং হোস্টেল নির্মাণ ১৪ কোটি টাকা এবং সিলেটে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল হবে ৮৭ কোটি টাকায়,

এসএমপি ব্যারাক ভবন নির্মাণ ১৫ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার, সিলেট পুলিশ লাইনে একটি অস্ত্রগার নির্মাণ ৩ কোটি ১৫ লাখ ৫৯ হাজার, এসএমপি মডেল থানা কম্পাউন্ডে ডরমেটরি ১০ তলা ভিত বিশিষ্ট ৪ তলা ভবন ৪ কোটি ২৩ লাখ ১৫ হাজার। তামাবিল ইমিগ্রেশনের চেকপোস্ট টাইপ-২ অনুযায়ী ৬ তলা ভবন নির্মাণ ৪ কোটি ৮০ লাখ ৭৯ হাজার টাকা, সিলেটের লালাবাজারে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) পুলিশ লাইন নির্মাণ ৫০ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ এবং সম্প্রসারণ (বালিকা-৬টি ও বালক ৫টি ইউনিট এবং সম্প্রসারণ ২০ ইউনিট) শীর্ষক প্রকল্পের আওতায় হোস্টেল ভবন নির্মাণ ২২ লাখ ৬৭ হাজার টাকা, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ১১ কোটি ২৯ লাখ ৩ হাজার, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা অফিস ভবন নির্মাণ ৪ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার, সিলেট-গোয়াইনঘাট, চারখাই, জকিগঞ্জ মহাসড়কের ৬৫ কিলোমিটার উন্নয়ন ১ শ’ ৭৩ কোটি টাকা,  গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর মহাসড়ক ও চারখাই-শেওলা-বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কে ৯ দশমিক ৬০ কিলোমিটার উন্নয়ন ২৯ কোটি টাকা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের চারতলা হতে ১০ তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের জন্য ৪৫ কোটি, মুক্তাপুর-জৈন্তাপুর ইউপি হেড কোয়ার্টার-দুলটিপাড় ২নং লক্ষ্মীপুর বাজার জিসি সড়ক চে: ১৪৪০ মিটার শিকার খালের উপর ৫৪ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ ২ কোটি ৩৭ লাখ টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

সিলেটের জেলা প্রশাসন সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এনইউ/এএটি

প্রধানমন্ত্রীকে উপহারের তালিকায় সিলেটের পাঁচ ঐতিহ্য!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।