ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ

ঢাকা: শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

চলতি সপ্তাহের মধ্যে নিয়োগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি বিষয়টি বলতে পারবেন। তবে আমি এটুকু বলতে পারি, খুব শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বাংলানিউজকে এ কথা বলেন আইনমন্ত্রী।

তবে শোনা যাচ্ছে আগামী বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হতে পারে।

গত বছরের ২ অক্টোবর একমাস ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠান পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তখন রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কার্যভার পালনের জন্য আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে দায়িত্ব দেন।

পরে বিচারপতি সিনহা ১০ নভেম্বর পর্যন্ত ছুটিতে থাকার ইচ্ছা পোষণ করে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।

এর ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়। পরের দিন ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন বিচারপতি সিনহা। সেখানে তিনি বড় মেয়ে সূচনা সিনহার বাসায় ওঠেন। অস্ট্রেলিয়া থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

১০ নভেম্বর সিঙ্গাপুরে অবিস্থত বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পরের দিন ওই পদত্যাগপত্র রাষ্ট্রপতি কার্যালয়ে পৌঁছে। ১৪ নভেম্বর ওই পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পদত্যাগ না করলে বিচারপতি সিনহার শেষ কর্মদিবস হতো ৩১ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।