ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বইমেলায় উস্কানিমূলক বই না আনার অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
বইমেলায় উস্কানিমূলক বই না আনার অনুরোধ বইমেলার নিরাপত্তা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সাম্প্রদায়িক উস্কানি দেয় কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই মেলায় না আনতে অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, মেলায় আসা বইগুলো যাচাই-বাছাই করার জন্য বাংলা একাডেমির একটা ডেডিকেটেড টিম থাকবে।

সাম্প্রদায়িক উস্কানি কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একুশে বইমেলায় এবার শতভাগ নিরবচ্ছিন্ন সমন্বিত নিরাপত্তা থাকবে উল্লেখ করে তিনি বলেন, মেলাপ্রাঙ্গণ ছাড়াও ঢাবি, শাহবাগ ও বকশিবাজার এলাকাজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মেলার চারপাশে পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। গোয়েন্দারা মেলার নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে।

মেলা চলাকালীন সময়ে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোয়াট ও বোমা ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। মেলা শুরুর পূর্বে পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।

মেলার ভেতর ও চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এসব ক্যামেরায় সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করার পাশাপাশি ওয়াচ টাওয়ার থেকেও নজরদারি করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।

মেলায় প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা গেট থাকবে যাতে দর্শনার্থী বের হওয়ার সময় শ্লীলতাহানি কিংবা ধাক্কাধাক্কির ঘটনা না ঘটে। প্রবেশ গেটে আর্চওয়ে লাগানো হবে। এছাড়াও পুলিশের সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের তল্লাশি করা হবে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান কমিশনার।

মেলায় আগতদের ভ্যানিটি ব্যাগ, ব্যাকপ্যাক, ধারালো অস্ত্র এবং দাহ্য পদার্থ নিয়ে না আসার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, টিএসসি থেকে দোয়েল চত্বর সড়কে সবধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধু পায়ে হেঁটে মেলায় আগতরা চলাচলচল করতে পারবেন।

লেখক-প্রকাশকদের কেউ যদি বাড়তি নিরাপত্তার প্রয়োজন মনে করেন তাহলে পুলিশকে অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।