ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় ১ হাজার বস্তা সার জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
পূর্বধলায় ১ হাজার বস্তা সার জব্দ, জরিমানা

নেত্রকোনা: বিক্রির অনুমতি না থাকায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে এক হাজার বস্তা ইউরিয়া সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সারের ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও নমিতা দে বাংলানিউজকে বলেন, জব্দ করা সারের মালিক বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার মোখলেছুর রহমানকে দুই মাস ওই সার বিক্রি থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।