ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
কাঁঠালিয়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ ২

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার মশাবুনিয়া পুরনো লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা মো. হাসান ও রাজাপুরের বাদুর তলা গ্রামের বাসিন্দা মো. পান্নু মিয়া।

ট্রলার মালিকের বরাত দিয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বাংলানিউজকে জানান, সকালে এক হাজার ৫৬০ বস্তা সিমেন্ট বোঝাই ইঞ্জিনচালিত একটি ট্রলার ঝালকাঠি থেকে বরগুনার দিকে যাচ্ছিলো। পথে ঘন কুয়াশার কারণে ট্রলারটি কাঁঠালিয়ার মশাবুনিয়া পুরনো লঞ্চঘাটে নোঙর করা হয়।  

এ সময় ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী পূবালী-১ নামে যাত্রীবাহী একটি লঞ্চ নোঙর করা ওই ট্রলারে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা সুকানি পান্নু মিয়া ও বাবুর্চি মো. হাসান নামে দুইজন শ্রমিক নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। তবে মাওলাদ নামে এক শ্রমিক সাতরে তীরে উঠতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে সন্ধান চালাচ্ছেন। পাশাপাশি খুলনা থেকে নৌ-বাহিনীর ডুবুরি দলও আসবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।