মঙ্গলবার (৩০ জানুয়ারি) ৪৯ নং মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে পিঠা উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কৃষকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, শিশু শিক্ষার প্রচারক ও নারী নেত্রী মাধুরী বণিক, উপজেলা ইনস্ট্রাক্টর মো. আইয়ুব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মো. আহসান, মারুফুল ইসলাম, এনামুল হক, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ পান্নু, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হোসেন সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা, শিক্ষক অমলেস সরকার প্রমুখ।
পিঠা উৎসব স্থানে ১৫টি স্টলে পাটি সাপটা, পুডিং, মোরগ সংসা, ডিমের চপ, সবজি বড়া, চিরুনি পিঠা, পাকন পিঠা, গোলাপ পিঠা, সুন্দরি পাটি সাপটা, নাড়ু পিঠা, মাছ পিঠা, মোকশলা পিঠা, পাখি পিঠা, টিক্কা, ভাপা পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, ঝাল বড়া, দুধ পুলি, খেজুর পিঠা, নুডুলস পিঠা, কারমেঙ্গা পিঠাসহ প্রায় ৮৫ রকমের পিঠা প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৮
আরএ