চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলার চার্জশিটে চেয়ারম্যানের নাম থাকায় স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে তাকে বরখাস্ত করে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনটির অনুলিপি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের (২০১৭) ২১ ফেব্রুয়ারি চেয়ারম্যান আমির হোসেন বাবুলের বিরুদ্ধে নবীনগর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়। ওই বছরের ১৫ জুন মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। আদালতে এ অভিযোগপত্র গৃহীত হওয়ায় এবং উক্ত চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থি হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, প্রজ্ঞাপনের কপি এখনও আমাদের কাছে পৌঁছেনি।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল বলেন, আমি বিএনপির মনোনয়ন নিয়ে ২০১৬ সালের ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হই। এরপরই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী শাহজাহান সিরাজ আমার বিরুদ্ধে উঠে-পড়ে লাগে। বছর পার না হতেই তিনি আমাকে ছাড়াও আমার ভাই, ভাতিজা ও কর্মীসহ সাতজনের নামে ৩০ লাখ টাকা চাঁদাবাজির বানোয়াট অভিযোগ এনে মামলা দায়ের করে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৮
আরএ