মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়ক সংলগ্ন উপজেলা পরিষদ গেটে এনজিও’তে স্থানীয়দের চাকরি দেওয়া, সাংবাদিকদের তথ্য সরবরাহসহ দ্রুত সকল রোহিঙ্গাকে মিয়ানমার প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘটে প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও রোহিঙ্গা অধ্যুষিত পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন, পালংখালীর মানুষ এখন আতঙ্কে রাত কাটাচ্ছে।
তিনি আরো বলেন, আবার কিছু এনজিও প্রশাসন ও উপজেলা প্রশাসন তোয়াক্কা না করে, তাদের সুবিধামতো রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। যা স্থানীয় জনসাধারণের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি হস্তান্তর করেন কমিটির নেতারা।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিটি/টিএ