ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে পর্যটক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে পর্যটক নিহত দুর্ঘটনা কবলিত গাড়ি

বান্দরবান: বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে মো. বাদশা (২২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১২ পর্যটক।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে চিম্বুক-নিলগিরি সড়কের ৪ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে করে কয়েকজনের একটি দল নিলগিরি যাচ্ছিল। এসময় শৈলপ্রপাত এলাকার ৪ মাইল পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. বাদশা নামে একজনের মৃত্যু হয়।

আহত হন একই গাড়িতে থাকা আরও ১২ পর্যটক। পরে হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।