ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপলো উত্তরবঙ্গ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
মৃদু ভূমিকম্পে কাঁপলো উত্তরবঙ্গ

ঢাকা: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে প্রায় একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়।  

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাংলানিউজকে জানান, রাত ৮টা ১৫ মিনিট ১৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজশাহী ও সিরাজগঞ্জের মাঝামাঝি নাটোরের গুরুদাসপুরে।

বাংলানিউজের রাজশাহী সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন ও জয়পুরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট শাহিদুল ইসলাম সবুজ জানান, রাত ৮টা ১৫ মিনিটে ঘর-বাড়ি কাঁপতে শুরু করলে লোকজন রাস্তায় বেরিয়ে আসে।

নাটোর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মামুনুর রশীদ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানান, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। প্রথমে একটি ধাক্কা দেওয়ার মত মনে হয় এবং সঙ্গে সঙ্গেই ঘরবাড়ি কাঁপতে থাকে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এমআইএইচ/এসএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।