মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে প্রায় একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাংলানিউজকে জানান, রাত ৮টা ১৫ মিনিট ১৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলানিউজের রাজশাহী সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন ও জয়পুরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট শাহিদুল ইসলাম সবুজ জানান, রাত ৮টা ১৫ মিনিটে ঘর-বাড়ি কাঁপতে শুরু করলে লোকজন রাস্তায় বেরিয়ে আসে।
নাটোর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মামুনুর রশীদ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানান, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। প্রথমে একটি ধাক্কা দেওয়ার মত মনে হয় এবং সঙ্গে সঙ্গেই ঘরবাড়ি কাঁপতে থাকে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এমআইএইচ/এসএস/এইচএ