ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রিজন ভ্যানে হামলার ঘটনায় পুলিশের ২ মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
প্রিজন ভ্যানে হামলার ঘটনায় পুলিশের ২ মামলা  পুলিশের ওপর হামলা চালায় বিএনপি কর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাইকোর্ট এলাকায় প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আটক দুইজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পৃথক দু’টি মামলা করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় মামলা দু’টি দায়ের করা হয়।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, প্রিজন ভ্যানে হামলা ও আটক দুইজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দু’টি মামলা (নম্বর ৫৭ ও ৫৮) করা হয়েছে। শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও চম্পক বাদী হয়ে মামলা দু’টি করেছেন।

মামলায় আটক ৬৯ জনের নাম উল্লেখ ছাড়াও আরও ৭-৮শ’ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান ডিসি মারুফ।  

এদিকে হামলার পর রাতে নির্দেশদাতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ।  

আরও পড়ুন>>
** 
হামলাকারীরা আগের সরকারে বড় পদে ছিলেন: পুলিশ
** হামলার নির্দেশদাতা হিসেবে গয়েশ্বরকে আটক করা হয়েছে 

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আটকদের ছিনতাইয়ের ঘটনার নির্দেশদাতা হিসেবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়েছে।  

নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বুধবার (৩১ জানুয়ারি) আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

ওই সময় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে আদালত থেকে গুলশানের বাসায় ফিরছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।