ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আনসার আল ইসলামের প্রশিক্ষক গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
আনসার আল ইসলামের প্রশিক্ষক গ্রেফতার

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রশিক্ষক হোসাইন ওরফে ইসমাইল হোসাইনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে গেন্ডারিয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রশিক্ষক হোসাইন ওরফে ইসমাইল হোসাইনকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদি বই ও ট্রেনিং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতার হোসাইন গত নভেম্বরে ঢাকা রেলওয়ে স্টেশন থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় (মামলা নং- ৮) এজাহারভুক্ত আসামি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।