তিনি বলেছেন, ওই রায়কে ঘিরে যদি কোনো নাগরিককে লাঞ্ছিত করা হয়, কারও গায়ে আঁচড় দেওয়া হয় বা আহত করা হয়, আমরা কাউকে ছাড় দেবো না।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।
সাঈদ খোকন বলেন, ঢাকা শহরের কোন ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মী থাকেন যেমন জানি, তেমনি কোন ফ্ল্যাটে বিএনপি-জামায়াতের নেতাকর্মী থাকেন, সেটও জানি। তাই আমাদের কোনো নাগরিককে আহত করলে জনতাকে সঙ্গে নিয়ে ঘরে পৌঁছে যাবো। কোনো অন্যায়কে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবো না।
এদেশের নাগরিক হিসেবে সবারই মতামত প্রকাশের অধিকার রয়েছে। আমাদের সরকার সেই সুযোগ দিয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায় কি হবে আমরা জানি না। রায়ে যদি কেউ সংক্ষুদ্ধ হন তাহলে আদালত আছে সেখানে আপিল করবেন। কিন্তু রায়কে কেন্দ্র করে যদি আমার কোন নাগরিকের গায়ে একটা আঁচড় লাগে, যদি কোন নাগরিক আহত হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি মেয়র হিসেবে আপনাদের নিরাপত্তা নিশ্চিতের দায়ভার আমার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল।
‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভাগীয় প্রধানরা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮/আপডেট:১৩৪৪
এসএম/এএটি