ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ফেনসিডিলসহ ৪ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
পার্বতীপুরে ফেনসিডিলসহ ৪ মাদক বিক্রেতা আটক আটক চার মাদক বিক্রেতা

দিনাজপুর: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৩১ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে পৌর শহরের বাবুপাড়া ও দুপুরে মৌজানিয়ামতপুর পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক বিক্রেতারা হলেন-  জেলার পার্বতীপুর উপজেলার বাবুপাড়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে মো. আব্দুল কাদের (৩৮) ও একই এলাকার মো. আবু জাকেরের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৮), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালিপুর নিজপাড়া এলাকার মো. মতিউর রহমানের ছেলে মো. মামুনুর রশিদ (২৭) একই উপজেলার বাঙ্গালিপুর সরকারপাড়া এলাকার আকবর আলীর ছেলে মো. রনি (২০)।

 

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকালে বাবুপাড়া ১২০ বোতল ফেনসিডিলসহ দু’জন ও দুপুরে মৌজানিয়ামতপুরে ১১ বোতল ফেনসিডিলসহ আরও দু’জনকে আটক করা হয়।

আটকরা স্থানীয় চিহ্নত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।