ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো ট্রাক, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো ট্রাক, আহত ২

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক। এতে ট্রাক চালক খোকা মিয়া (৫০) ও সহকারী শাকিল হোসেন (৩০) আহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল সোয়া ৭টায় দুর্ঘটনায় আহত দুইজনকে নওগাঁ আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা ধান বোঝাই একটি ট্রাক তিলকপুর রেলগেট পার হচ্ছিলো।

এসময় রাজশাহীগামী উত্তরা লোকাল ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী নওগাঁ আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।

তিলকপুর রেল স্টেশনের দায়িত্বে থাকা পোটার শারমিন আখতার বাংলানিউজকে বলেন, এই রেল স্টেশনটি কার্যত বন্ধ রয়েছে। এখানে শুধু লোকাল ট্রেন বিরতি করে। এ দুর্ঘটনার আধা ঘণ্টা পর ট্রেনটি তিলকপুর রেল স্টেশন ছেড়ে যায় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।