ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পালন হচ্ছে মাঘী পূর্ণিমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
খাগড়াছড়িতে পালন হচ্ছে মাঘী পূর্ণিমা খাগড়াছড়ি বৌদ্ধ বিহার/ ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশে খাগড়াছড়িতে মাঘী পূর্ণিমা পালন হচ্ছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে এ উপলক্ষে জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারে ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় সকাল থেকে বিহারে পুণ্যার্থীরা সমবেত হয় এবং মোমবাতি জ্বালিয়ে বুদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা করেন তারা।

ধর্মীয় প্রার্থনা শেষে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করে। সন্ধ্যায় শীল গ্রহণ ও প্রদীপ পূজা করার কথা রয়েছে।

মাঘী পূর্ণিমায় বৌদ্ধরা আনন্দের চেয়ে শোকের মাধ্যমে পালন করেন। কারণ পূর্ণিমায় ভারতের উত্তর প্রদেশের বৈশালী-এর চাপাল চৈত্যে বুদ্ধ নিজেই তার মৃত্যুর কথা বলেন এবং শিষ্যদের সামনে ঘোষণা করেন আজ থেকে তিনমাস পর শুভ বৈশাখী পূর্ণিমায় তিনি 'মহাপরিনির্বাণ' লাভ করেন।  বৌদ্ধরা বুদ্ধের আয়ু সংস্কারের দিনও বলে থাকেন। তার জীবনের একটি বিয়োগ ব্যাথাজনিত ঘটনা অনুষ্ঠিত হয়েছিল এ মাঘী পূর্ণিমায়।  
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।