যাত্রীরা হলেন-ভারতীয় নাগরিক কলকাতার তাসের শেখ, ঢাকার মিরপুরের মো. হাবিবুর রহমান ও কিশোরগঞ্জের শামসুন্নাহার।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বাংলানিউজকে জানান, ভারতীয় নাগরিকের কাছে থেকে ১২ বোতল, হাবিবুর রহমানের কাছ থেকে ৫ ও শামসুন্নাহারের কাছ থেকে ৪ বোতল হুইস্কি জব্দ করা হয়।
সকালে কলকাতাগামী একটি এয়ারলাইন্সের গেটের সামনে অবস্থানকালে তাদের কাছ থেকে হুইস্কির বোতলগুলো জব্দ করা হয়। হুইস্কিগুলো যুক্তরাজ্যের টিচার্স ব্র্যান্ডের।
মইনুল খান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা এ অভিযান চালায়। এসব মদ বিমানবন্দরের বাইরে সরিয়ে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছিলো। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসজে/এনএইচটি/আরএ