বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো পরিদর্শনকালে তারা এই মুগ্ধতা প্রকাশ করেন।
ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব বিশাল জ্যাতি দাসের নেতৃত্বে দেশটির পররাষ্ট্র ক্যাডারের আট জন এবং ভুটানের দুই জন কর্মকর্তা পরিদর্শনে আসেন।
এসময় ইংরেজি দৈনিক ডেইলি সান’র সম্পাদক এনামুল হক চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার, নিউজ টোয়েন্টিফোর’র নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ইডব্লিউএমজিএল মিলনায়তনে প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ভারত ও ভুটানের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা।
তারা বলেন, আমরা বাংলায় সব কিছু দেখে অভিভূত। এ দেশকে আমরা ভালবেসে ফেলেছি।
ভারত ও ভুটানের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তারা বলেন, বাংলাদেশের গণমাধ্যম খুবই উৎসাহজনক। উপমহাদেশের সাংবাদিকতাও একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
কেজেড/এইচএ/