বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সহকারী প্রকৌশলী খলিলুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী ফরিদুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে ডিএসসিসি। এ দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডিএসসিসিভুক্ত নতুন চারটি ইউনিয়নে উন্নয়ন কাজ শুরু হয়েছিল। কাজের মধ্যে ছিল রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়কবাতি লাগানো। এসব কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। এমনকি গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে মেয়র সাঈদ খোকনের। সঙ্গে সঙ্গে অভিযোগ আমলে নিয়ে ওই দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার আদেশ দেন তিনি।
নতুন এই ওয়ার্ডগুলোর কাজ পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে এন্টারপ্রাইজ। ঠিকাদারী প্রতিষ্ঠানকেও ডিএসসিসি’র কালো তালিকাভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে এন্টারপ্রাইজ কর্তৃক সংশ্লিষ্ট কাজের গুণগত মান, ব্যবহৃত মালামাল ও পরিমাপ তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য এলজিইডি/বুয়েটকে অনুরোধপত্র দেওয়া হয়েছে। এছাড়াও বর্ণিত কাজের সুপারভিশনের সাথে সম্পর্কিত প্রকল্প পরিচালক ও কনসালট্যান্টকে শোকজ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসএম/এমজেএফ