বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে বিএডিসির সহকারী প্রকৌশলী মো. আশাফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় বাদীর অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আব্দুস সামাদ সরকার তার এক আত্মীয়ের সেচ প্রকল্পের বিষয় নিয়ে অফিসে আসেন।
এরপর আব্দুস সামাদ অফিস থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার অনুগামী ১০/১২জন যুবক অফিসে ঢুকে ছানোয়ারকে বেধড়ক মারপিট করে। গুরুতর অবস্থায় সানোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সরকার বলেন, ঘুষ নিয়েও আমার এলাকার এক কৃষকের কাজ না করায় সহকারী মেকানিক ছানোয়ারের সঙ্গে ফোনে কথা বলি। এ সময় ফোনেই আমার সঙ্গে অসদাচরণ করেন তিনি। বিষয়টি সহকারী প্রকৌশলীকে জানাতে অফিসে গেলে তার সামনেই আমার ওপর চড়াও হয় ছানোয়ার। তিনি আমার গায়ে হাত তুললে আমিও দু/একটি চর থাপ্পর দেই। আমার হাতের আংটিতে তার মাথা কেটে যেতে পারে। তবে আমি অফিস থেকে বের হওয়ার পর আমার কোনো লোক সেখানে যায়নি এবং মারপিটও করেনি।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
আরএ