ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩৭ হাজার দফতরি সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
৩৭ হাজার দফতরি সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত মতবিনিময় সভা

ময়মনসিংহ: দেশের ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়ের দফতরি ও প্রহরীরা সরকারি সব ধরণের সুযোগ-সুবিধা বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির নেতারা।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

নবগঠিত কমিটির নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে পাঁচ বছর আগে দেশের ৩৭ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী সহায়ক (দফতরি কাম প্রহরী) পদ সৃষ্টি করা হয়।

কিন্তু এতোদিন পরও তারা সরকারি সব ধরণের সুযোগ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

সংগঠনের সভাপতি স্বপন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন।

সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হারেছ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তা, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মদ, ময়মনসিংহ জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবব্দুল্লাহ আল বাকী, গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এমএএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।