মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে নালিতাবাড়ীর চাঁদগাও গ্রামের চাহাপাড়া এলাকা ও বুধবার (৩১ জানুয়ারি) ভোরে ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (এএসপি) নালিতাবাড়ী সার্কেল মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদগাও গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুদ মিয়া (৩৪) ও তার সহযোগী চাঁদগাও গ্রামের চাহাপাড়া এলাকার শহর আলীর ছেলে আব্দুস সাত্তার (১৯)।
এএসপি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঢাকার দক্ষিণ খান এলাকার একটি ভাড়া বাসা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে নালিতাবাড়ীর চাঁদগাও গ্রামের চাহাপাড়ার বাড়ি আব্দুস সত্তারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।
এনিয়ে এ মামলায় সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ জানুয়ারি ওই মামলার এজাহারভুক্ত আসামি চাঁদগাও গ্রামের মজিবর রহমানের স্ত্রী আবেদা খাতুন, নূর ইসমাইলের স্ত্রী মিনারা বেগম এবং আব্দুল মোতালেবের মেয়ে রওশন আরা বেগমকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা শেরপুর জেলা কারাগারে রয়েছেন।
**নালিতাবাড়ীতে নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এনটি