ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ডিবি পরিচয়ে ডাকাতি, ৪ পুলিশসহ গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
নরসিংদীতে ডিবি পরিচয়ে ডাকাতি, ৪ পুলিশসহ গ্রেফতার ৭ ছবি: প্রতীকী

নরসিংদী: ডিবি পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির অভিযোগে নরসিংদীর রায়পুরা থানার চার পুলিশ সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত থেকে বুধবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ও আজহারুল ইসলাম, কনস্টেবল মাইনুল ইসলাম ও সাইদুল ইসলাম এবং নুরুজ্জামান, সাদেক মিয়া ও গাড়ি চালক নূর মোহাম্মদ।

জানা গেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সোহেল শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এয়ারপোর্ট থেকে একটি ভাড়া করা গাড়িতে করে স্বজন আব্দুল্লাহসহ বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার বিএল সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য চালক গাড়ি থামান। এসময় অপর একটি মাইক্রোবাস থেকে উপ-পরিদর্শক সাখাওয়াত ও আজহার আলী তাদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী সোহেলের গাড়িতে অবৈধ মালামাল রয়েছে বলে গাড়িতে উঠেন। পরে তারা সোহেলের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে শহরের পুরানপাড়া এলাকায় ছেড়ে দেয়। এ ঘটনা শাহজাহান নামে প্রবাসী সোহেলের এক স্বজন জেলা গোয়েন্দা পুলিশকে লিখিতভাবে জানালে তারা তদন্তে নেমে সিএনজি স্টেশনের সিসিটিভির ফুটেজ দেখে সত্যতা পায় এবং রায়পুরা থানার চার পুলিশসহ অন্য তিনজনকে চিহ্নিত করে। এছাড়া অভিযান চালিয়ে ডাকাতির শিকার গাড়ি, লুট হওয়া ১০০ গ্রাম ওজনের স্বর্ণের বার, নগদ ২৯ হাজার ২৫৫ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।  

এদিকে এ ঘটনায় শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

শাহজাহান বাংলানিউজকে বলেন, সোহেলকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। সোহেলের কাছে অন্যান্য প্রবাসীরা মালামাল দিয়েছিলেন বলে জানান তিনি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।