ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনে পা হারানো জবি শিক্ষার্থী রুবিনার পাশে রেলমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ট্রেনে পা হারানো জবি শিক্ষার্থী রুবিনার পাশে রেলমন্ত্রী রেলভবনে মন্ত্রীর দপ্তরে রুবিনার মায়ের হাতে টাকা তুলে দেন মন্ত্রী মো. মুজিবুল হক।

ঢাকা: কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী রুবিনার পাশে দাঁড়িয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।
 

তাকে নগদ দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি তার কৃত্রিম পা প্রতিস্থাপনে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। বুধবার (৩১ জানুয়ারি) রেলভবনে মন্ত্রীর দপ্তরে রুবিনার মায়ের হাতে টাকা তুলে দেন মন্ত্রী।

রুবিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন। রুবিনা আক্তারের গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামে। ২৮ জানুয়ারি টিউশনি শেষ করে ঢাকা থেকে বাড়িতে যাওয়ার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন আসেন রুবিনা।
 
স্টেশনের ছয় নম্বর ফ্ল্যাটফর্ম থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে যাওয়ার জন্য রেললাইন পার হতে গেলে রেল ইঞ্জিনে তার দুই পা কাটা পড়ে।
 
কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন রুবিনা। পরিবারে মা, এক ভাই এবং এক প্রতিবন্ধী বোন রয়েছে। রুবিনা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছেন। এলাকার মানুষের পাশাপাশি তার পড়ার জন্য শিক্ষা বৃত্তি দিয়ে আসছে ডাচ বাংলা ব্যাংক।
 
ঢাকার সদরঘাট এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করেন তিনি। পাশাপাশি এতোদিন টিউশনি করে বাড়িতে টাকা পাঠাতেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।