বুধবার (৩১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে এ ক্যাম্প থেকে টেলিস্কোপের মাধ্যমে এ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করছে সাধারণ মানুষ। তবে এরআগে বিকেলে সমুদ্র সৈকতে আয়োজন করা হয় উম্মুক্ত সেমিনার।
এছাড়া বরিশাল নগরের দুইটি স্পট থেকে পূ্ণে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করেছে উৎসুক সাধারণ মানুষ। বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান ও বিএম কলেজ ক্যাম্পাসে পৃথক ক্যাম্পে টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ উপভোগ করে সাধারণ মানুষ।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা শাখার সংগঠন নিলীমা জাহান বাংলানিউজকে জানান, বিকেল ৩টা থেকে বঙ্গবন্ধু উদ্যানে টেলিস্কোপে পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য সাধারণ মানুষ অংশ নেয়।
এদিকে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন বরিশাল শাখার সাধারণ সম্পাদক রুবায়েত তালুকদার অপু বাংলানিউজকে বলেন, বিএম কলেজের খেলার মাঠে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য টেলিস্কোপের মাধ্যমে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ থেকে সন্ধ্যা ৫টা ৩৮ মিনি থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা শরু হয়। যা রাত ১০টা ৮মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হয়।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমএস/জিপি