ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগ

বরগুনা: বরগুনা সদর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা এবং তাকে ও তার ভাইকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। 

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মেয়েটির ভাই মামলাটি করেন। বিচারক মো. জুলফিকার আলী খাঁন মামলাটি আমলে নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন।

 

মামলার আসামিরা হলেন-বরগুনা সদর উপজেলার পাঠাকাটা গ্রামের প্রতিবেশী জয়নাল মিয়ার ছেলে মো. সুমন, তার সহযোগী বাদল, রবিউল, রফিক ও জয়নাল।

মামলার বাদি বাংলানিউজকে জানান, সুমন তার বোনকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে তার বোন স্থানীয় পুকুরে যাওয়ার সময় সুমন তাকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে তার বোনের চিৎকার শুনে তিনি ছুটে গিয়ে সুমনকে আটক করেন। এসময় সুমন চিৎকার করলে তার সহযোগী বাদল, রবিউল, রফিক ও জয়নাল এসে তাকে ও তার বোনকে পিটিয়ে আহত করেন এবং সুমনকে ছাড়িয়ে নেন। পরে আহত ভাই-বোনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

তিনি বলেন, আমরা ২৭ জানুয়ারি পর্যন্ত বরগুনা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। পরে ডাক্তারি সনদসহ আমি বরগুনা থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। তাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছি।

এ ব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম. মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, আমার জানা মতে, এ ঘটনায় থানায় কেউ মামলা করতে আসেননি।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।