বুধবার (৩১ জানুয়ারি) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি জানান, সিলেট ওসমানী বিমানবন্দরে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারফ্রেইট ইউনিট থেকে ১০৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
মইনুল খান আরও বলেন, পণ্যটি এসেছে ইয়াকুব আলীর নামে। ক্লিয়ারিং এজেন্ট কার্গো ক্লিয়ারিং হাউস, জিন্দাবাজার, সিলেট।
জব্দকৃত সিগারেটের মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা। অন্যান্য পণ্যগুলো ইনভেন্ট্রি করে মামলা দায়ের করা হয়েছে। শুল্ক গোয়েন্দা দপ্তরের মামলা নং-১২/২০১৮।
আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১,২০১৮
এসজে/জেডএস